ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো. শাহ আলমকে ঢাকায় সোসাইটির মহাসচিবের কার্যালয়ে ডাকা হয়েছে। সোমবার বিকেলে মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
এতে ইউনিটের নতুন নির্বাচিত কমিটি গঠনের লক্ষ্যে গৃহিত পদক্ষেপ সম্পর্কে প্রমাণাদিসহ মঙ্গলবার বিকেল ৩টায় মহাসচিবের কার্যালয়ে উপস্থিত হতে বলা হয় তাকে।
চিঠিতে ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের বর্তমান অ্যাডহক কমিটির মেয়াদ আগামী ১১ সেপ্টেম্বর শেষ হবে উল্লেখ করে বলা হয়- অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ে নির্বাচন করতে ব্যর্থ হলে পুনরায় কমিটির মেয়াদ বৃদ্ধি করা হবে না। যা সার্কুলারের নির্দেশনায় উল্লেখ রয়েছে। তাই অ্যাডহক কমিটি নতুন নির্বাচিত কমিটি গঠনের লক্ষ্যে কি কি পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করেছে তার যথাযথ প্রমাণাদি যেমন আজীবন সদস্যদের হালনাগাদ তালিকা, কার্যনির্বাহী কমিটির সভার কার্যবিবরণী, নির্বাচন অনুষ্ঠান বিষয়ক গ্রহণযোগ্য তথ্য-উপাত্তসহ মহাসচিবের কার্যালয়ে উপস্থিত হয়ে বর্ণনা দিতে বলা হয় তাকে। ওই সময় সোসাইটির কোষাধ্যক্ষ এবং বোর্ড মেম্বারগণ উপস্থিত থাকবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম