সাতক্ষীরায় মোটর-বাস শ্রমিকদের মারপিট করে আহত করার প্রতিবাদে এবং ইঞ্জিন ভ্যান নছিমন, করিমন, মহেন্দ্রসহ সকল ধরনের অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মোটর বাস শ্রমিক সংগঠনগুলো। এর সাথে একাত্মতা প্রকাশ করেছেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। তবে হঠাৎ এমন সিদ্ধান্ত নেয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে জেলার ছোট-বড় মোট ৮টি রুটে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।
জেলা বাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু জানান, সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা নামকস্থানে সোমবার সাতক্ষীরা-ব-৩৩৯ বাসের কন্ডাক্টর লিটন হোসেনকে তুচ্ছ ঘটনায় মারপিট করে আহত করে স্থানীয় কয়েকজন যুবক। আজ মঙ্গলবার সকালে একই স্থানে সাতক্ষীরা-ব-৩২৭৬ নং গাড়ি পৌঁছলে কন্ডাক্টর আসাদকে ব্যাপক মারপিট করে ওই যুবকরা। তাদেরকে আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলায় প্রায় সকল রুটে বিভিন্ন সময়ে এমন ঘটনার প্রেক্ষিতে মালিক সমিতির পক্ষ থেকে অভিযোগ দিলে এর সুষ্ঠু সমাধান না হওয়ায় শ্রমিকরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানান তিনি। এছাড়া ইঞ্জিন ভ্যান নছিমন, করিমন, মহেন্দ্রসহ সকল ধরনের অবৈধ যান বন্ধের দাবিতে একাত্মতা প্রকাশ করে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি নিয়ে দুই পক্ষকে ডেকে সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধান হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব