কিশোরগঞ্জের পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংদই এলাকা থেকে মো. খলিল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে রিভলবার ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১৪। তিনি নান্দাইলের সিংদই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ এর উপ পরিচালক লে. কমান্ডার বিএন. এম. শোভন খান জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিংদই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে তিনি জানান। পরে তাকে নান্দাইল থানায় হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার