ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সলিমগঞ্জ স্পীড বোর্ড ঘাটে অভিযান চালিয়ে আক্তার হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতার আক্তার হোসেন বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের মো. জারু মিয়ার ছেলে। তিনি ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিত রায় বলেন, গ্রেফতার আসামিকে মাদকের মামলায় মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম