জামালপুরে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের ফিসারি মোড় এলাকায় তার নিজ ঘর থেকে রুমেল মিয়া(২৫) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, সোমবার রাতে রুবেল তার নিজ ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার সকালে মা ফুলমতি তার ছেলেকে ডাকতে গেলে ঘরের ধর্ণার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে রুবেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করেছে।
যুবকের ঘরের দরজা খোলা অবস্থায় ছিল এবং প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। রুবেল জামালপুর শহরের ফিসারি মোড় এলাকার মৃত ঠান্ডু মিয়ার ছেলে।
বিডি-প্রতিদিন/মাহবুব