জামালপুরে দুর্নীতি বিরোধী শপথ ও কার্টুন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এই দুর্নীতি বিরোধী শপথ ও কার্টুন প্রদর্শনীর আয়োজন করে।
দুর্নীতিবিরোধী শপথপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সনাক সভাপতি অধ্যাপক মীর আনছার আলীর সভাপতিত্বে সনাক সদস্য অজয় কুমার পাল, বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন, টিআইবি’র এরিয়া ম্যানেজার আরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী চেতনা তৈরির উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
সনাক সভাপতি অধ্যাপক মীর আনছার আলী শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান। এ সময় ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী এই দুর্নীতিবিরোধী শপথ নেয়। পরে দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনীতে শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে।
কর্মসূচিতে সনাক, স্বজন, ইয়েস গ্রুপের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম