১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরের ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে শোক র্যালি, আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় নীলের পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
আওয়ামী লীগ নীলের পাড়া গ্রাম কমিটির সভাপতি মো: সামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো: খালেদ হোসেন, স্থানীয় কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট আয়েশা আক্তার, সাবেক কাউন্সিলর মো: জান্নাতুর রহমান প্রমুখ। পরে মিলাদ ও দোয়া মাহফিল এবং তবারক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার