বগুড়ার ধুনটে জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত বুলবুলি খাতুন (৫৭) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই নারী ধুনট সদর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের ছলিম আকন্দের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নলডাঙ্গা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আবু বক্কর ও মোজাম হোসেনের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের ছলিম আকন্দের বিরোধ চলে আসছিল। গত শনিবার এরই জের ধরে আবু বক্কর ও মোজাম হোসেনসহ ১৫/২০ জন অতর্কিত ভাবে হামলা চালিয়ে ছলিম আকন্দের স্ত্রী বুলবুলি খাতুন, জামাল আকন্দের স্ত্রী চায়না খাতুন, ছেলে মিজানুর রহমান ও মোংলা আকন্দের ছেলে রানা মিয়াকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আহতদের মধ্যে বুলবুলি খাতুন ও চায়না খাতুনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং মিজানুর রহমান ও রানা মিয়াকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, জমিজমা বিরোধে এক নারীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার