মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর টেকনিক্যাল একাডেমির শহীদ মিনার সোমবার গভীর রাতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হলেও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার রমজানপুর টেকনিক্যাল একাডেমির হওয়ার পরই মাঠে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। ওই শহীদ মিনারে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী বিভিন্ন কর্মসূচি উপলক্ষে ফুল দিয়ে আসছেন। কিন্তু দুর্বৃত্তরা সোমবার গভীর রাতে শহীদ মিনারটি হাতুড়ি দিয়ে ভাঙচুর করে। মঙ্গলবার সকালে বিষয়টি এলাকাবাসী ও একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা দেখতে পান। এতে করে এলাকার বিভিন্ন শ্রেণির পেশার লোকজন ও শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
রমজানপুর টেকনিক্যাল একাডেমির প্রধান শিক্ষক মনির হোসেন আকন বলেন, রাতের অন্ধকারে কে বা কাো শহীদ মিনার ভাঙচুর করেছে আমরা দেখিনি। এ ঘটনায় আমরা থানায় জিডি করেছি। তবে বিষয়টি খুবই ন্যাক্কারজনক। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক