টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে লায়নস্ ক্লাবের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার চর পৌলী ও কাকুয়া ইউনিয়নে এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা গভর্নর ৩১৫ এ টু লায়ন ফকরুদ্দিন আহমেদ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুনাহার জহির, পিডিজি লায়ন ড. শরিফুল ইসলাম রিপন, লায়নস্ ক্লাব টাঙ্গাইলের সাধারণ সম্পাদক লায়ন অ্যাডভোকেট এম. এ করিম মিঞাসহ লায়নস্ ক্লাবের সদস্যবৃন্দ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, আলু, চিনি, লবন, চিড়া, মুড়ি, ওর স্যালাইন ও বিস্কুট।
বিডি প্রতিদিন/এনায়েত করিম