টাঙ্গাইলের সখীপুরে গ্রামীণ দরিদ্র গৃহহীন জনগোষ্ঠীর জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ঘর বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তক্তার চালা গ্রামে রবীন্দ্র নাথ সরকারের হাতে ঘরের চাবি তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্তকর্তা আব্দুল গণি, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম