কুমিল্লায় ভিক্ষু সংঘের সদস্য অমৃতনান্দ ভিক্ষুকে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য ভিক্ষু সংঘ। মঙ্গলবার দুপুর আড়াই শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠনটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় বিহারের ভিক্ষুরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শ্রদ্ধালংকার মহথেরোর সভাপতিত্বে এতে পার্বত্য ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক শুভদর্শী মহাথেরো, যুগ্ম সম্পাদক সুগত লংকার মহাথেরো উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, গত ২৫ আগস্ট কুমিল্লায় গোমতি নদীর তীরে পার্বত্য ভিক্ষু সংঘের অন্যতম প্রবীন সদস্য অমৃতনান্দ ভিক্ষুকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। একটি মহল এই ধরনের অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করতে চায়। অবিলম্বে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে প্রশাসন ও সরকারের কাছে জোড় দাবি জানান।
মানববন্ধন শেষে সংগঠনটির নেতারা রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম