বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় রেশমা খানম (২৫) নামে এক গৃহবধূর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রেশমা বানারীপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের মিরাজুল ইসলামের স্ত্রী। সে তার স্বামীর সাথে সুন্দরদী এলাকায় তোতা মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর পৌণে ১টার দিকে সুন্দরদী এলাকায় তোতা মিয়ার ভাড়াটিয়া বাসার ছাদে কাপড় শুকাতে গেলে ছাদের উপরে থাকা বিদ্যুৎ লাইনে জড়িয়ে ছাদের উপর থেকে নিচে পরে যায় রেশমা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহবুব খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক