বরিশালে ফেনসিডিল বিক্রির দায়ে এসএম শফিউল আলম তুহিন নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার সহযোগীকে পৃথক মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম আজ মঙ্গলবার বিকেলে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসাসি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।
আদালত সূত্র জানায়, পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার মাহমুদকাঠি এলাকার বাসিন্দা মৃত শেখ আফতাব উদ্দিনের ছেলে তুহিন বরিশালসহ বিভিন্ন জেলায় মাদক চোরাচালন করতো। ২০১৫ সালের ৪ ডিসেম্বর নগরীর বিমানবন্দর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নগরীর কাশীপুর চৌমাথা এলাকা থেকে ৫৪ বোতল ফেনসিডিলসহ তুহিন ও তার সহযোগী যশোরের মণ্ডলগাতি এলাকার প্রয়াত ট্যানা বিশ্বাসের ছলে দুখু বিশ্বাসকে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। একই থানার এসআই আব্দুল হালিম ১০ দিন তদন্ত শেষে ১৪ ডিসেম্বর ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালতে ১১ জনের সাক্ষ্য গ্রহ'ণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তুহিনকে উপরোক্ত দণ্ডাদেশ এবং তার সহযোগী দুখুকে সাড়ে ৪ বছর কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের দণ্ডাদেশ দেয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক