মাগুরার মহম্মদপুর থানা পুলিশ আজ মঙ্গলবার বিকেলে একটি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে। আটকরা হচ্ছে মাগুরার মহম্মদপুরের চিত্তবিশ্রাম গ্রামের সোহাগ, শহিদুল এবং মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার রাব্বী।
মহম্মদপুর থানার অফিসার ইন চার্জ ( ওসি) তারক নাথ বিশ্বাস জানান, মঙ্গলবার বিকাল ৪ টার দিকে নিয়মিত টহলের সময় পুলিশ মহম্মদপুরের ধোয়াইল-চৌবাড়িয়া সড়কের হাতিকাটা ব্রিজ এলাকা থেকে একটি পাকিস্তানি রিভালবারসহ সোহাগ নামে এক যুবককে আটক করে। পরে সোহাগের স্বীকারোক্তি অনুযায়ী চিত্তবিশ্রাম গ্রামে তার নিজ বাড়ির শোবার ঘরের বিছানার নিচে রাখা ৮ রাউন্ড গুলি উদ্ধার হয়। এ সময় পুলিশ ওই বাড়ি থেকে একই এলাকার শহিদুল ও মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার রাব্বী আহম্মেদ নামে দুই যুবককে আটক করে। পুলিশ আটকদের জিজ্ঞাসাবাদ করছে।
বিডি-প্রতিদিন/শফিক