রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে আছে। নিহতের নাম-পরিচয় সনাক্ত না হওয়ায় গত ৪ দিন ধরে মরদেহটি মর্গে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, গত শনিবার (২৪ আগস্ট) বিকেল পাঁচটায় অজ্ঞাত পরিচয়ে ঐ নারীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহটির কোনও দাবিদার না থাকায় বর্তমানে হাসপাতালেরর মর্গে রাখা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মুর্শিদ আলম বলেন, অজ্ঞাত হিসেবে মরদেহটি মর্গে রাখা হয়েছে। পরিচিত কেউ প্রমাণসহ যোগাযোগ করলে মরদেহটি হস্তান্তর করা হবে। অজ্ঞাত এ নারীর পরিচয় জানাতে হাসপাতালের মর্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক