সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে শিক্ষিত যুবকরা। শিক্ষিত যুবদের মধ্যে প্রতি ৪ জনে একজন বেকার। লেখাপড়া শেষে তারা চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকতে পারছেন না। এছাড়াও নারী, দলিত জনগোষ্ঠী এবং যারা শারীরিকভাবে পিছিয়ে তারাও বেকার থেকে যাচ্ছে। আর পাহাড়ি আদিবাসীদের চেয়ে সমতালের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ আরো পিছিয়ে আছে। সরকারের কর্মকাণ্ডে প্রচারের অভাব আমরা দেখছি। সে ক্ষেত্রেও অনেকে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে যুব কর্মসংস্থান ও সরকারি পরিষেবার কার্যকারিতা: সমতল আদিবাসী ও দলিতদের প্রত্যাশা শীর্ষক দিন ব্যাপী কর্মশালা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় উন্নয়ন সংস্থা ইএসডি’র চেতনা বিকাশ কেন্দ্র এ কর্মশালার আয়োজন করে। ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সিপিডি’র গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদির, হেকস-ইপার এর মার্কেট ডেভেলপমেন্ট ম্যানেজার নুরুন নাহার প্রমুখ।
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য কর্মশালা শেষে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়ার সমতল আদিবাসীদের আবাসস্থল পরিদর্শন করে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ বিভিন্ন বিষয়ের খোঁজ-খবর নেন।
বিডি-প্রতিদিন/মাহবুব