বরিশালের বানারীপাড়া উপজেলায় এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হওয়ার ১৬ দিন পর থানায় মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার ধর্ষিতা কিশোরী বাদী হয়ে মামলা দায়েরের পর একমাত্র আসামি আরিফ সরদারকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে বিচারক মো. মনিরুল ইসলাম আসামি আরিফকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আরিফ উপজেলার বড় চাউলাকাঠী এলাকার বাল্কহেড শ্রমিক।
পুলিশ জানায়, গত ১০ আগস্ট রাতে গোয়াইল বাড়ি এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় ইউনুস সরদারের বাগানে নিয়ে ঐ কিশোরীকে ধর্ষণ করে আরিফ। পরিবারের সদস্যরা তাকে শেরে-ই বাংলা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আজ মঙ্গলবার সকালে আরিফকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করে ওই কিশোরী। বানারীপাড়া থানার ওসি খলিলুর রহমান জানান, মামলাটি তদন্তের জন্য থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মদকে দায়িত্ব দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক