ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধ আলোচনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মো. শাহ্ আলম।
এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য আজাদ, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণোজিত রায়, ডেপুটি কমান্ডার শামসুল আলম সরকার, ডা. মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম. কে. জসীম উদ্দিন প্রমুখ। সিভিল সার্জন ডা. শাহ আলম বলেন, দেশনেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে হলে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিডি-প্রতিদিন/শফিক