সিলেটের বিশ্বনাথে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল বাজারে নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার ও বিশ্বনাথ থানার একটি পুলিশ টিম।
অভিযানে ভাই ভাই রেস্টুরেন্টকে ২ হাজার, মিম টেলিকম সেন্টারকে ২ হাজার, আহমদ স্টোরকে ৩ হাজার, রুহান রেস্টুরেন্টকে ১ হাজার ৫ শত, আহমদ ভেরাইটিজ স্টোরকে ১ হাজার ৫ শত, ছালেহ আহমদের চালের দোকানকে ২ হাজার ও মোরাদ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনার সত্যতা স্বীকার করে নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, দণ্ডবিধি ১৮৬০, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর বিভিন্ন ধারায় আদালত পরিচালনা করা হয়।