ভোলার বোরহানউদ্দিনের টবগী এলাকায় অগ্নিদগ্ধ হয়ে পারুল বেগম (৩০) নামের এক বিধবার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে গায়ে আগুন লাগার পর মুমূর্ষু অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, পারুল বেগমের ছেলে পড়ালেখায় অমনোযোগী। মঙ্গলবার সকালে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি চলে আসে। এজন্য পারুল বেগম ছেলেকে মারধর করে আবার মাদ্রাসায় দিয়ে আসে। এর কিছুক্ষণ পর বাড়ির পাশের সুপারি বাগানে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায়। স্বজনদের ধারণা ছেলের ওপর রাগ করে পারুল নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে পারুল বেগমের মৃত্যুর কারণ নিয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। বোরহানউদ্দিন থানার ওসি জানান, লাশ ময়না তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক