দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পার্বতীপুরের বাজিতপুরে ট্রাকের সঙ্গে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পার্বতীপুর উপজেলার বাজিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন মোটরসাইকেলের ৯ জন আরোহী ছিল বলে জানা গেছে।
নিহত তিন মোটরসাইকেল আরোহী হলেন জেলার চিরিরবন্দর উপজেলার আমবাড়ী দৌলতপুর গ্রামের আবেদুল মেম্বারের ছেলে ফরহাদ (৩৫) ও রোকনুজ্জামানের ছেলে অন্তর (৩২) এবং দিনাজপুর সদর উপজেলার আসিক (২৮)।
দুর্ঘটনায় ওই তিন মোটরসাইকেলে থাকা অপর ছয় আরোহীদের গুরুতর আহত অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
আহতদের একজন আমবাড়ী দৌলতপুর গ্রামের নুরুল সাহার ছেলে রাজুর (২৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, পার্বতীপুর উপজেলার বাজিতপুর মোড় নামক স্থানে একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী ধানের ক্ষেতে পড়ে যায়। পরে রাত সাড়ে ৯টায় সেই ট্রাকটিকে ধানের ক্ষেত থেকে উঠানোর জন্য আরেকটি ট্রাক কাজ করছিল। এসময় অপরদিক ফুলবাড়ী থেকে তিনটি মোটরসাইকেলে করে নয়জন আরোহী দিনাজপুরের দিকে যাচ্ছিলেন।
ওই তিন মোটরসাইকেল উদ্ধার কাজে ব্যবহৃত ট্রাকটি ওভারটেক করতে গেলে ওই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফরহাদ, অন্তর ও আসিক নামে তিন মোটরসাইকেল আরোহী মারা যান। পার্বতীপুর থানার ওসি মোখলেসুর রহমান ও ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ আরাফাত-তাফসীর আব্দুল্লাহ