সরকারি কাজে বাঁধা প্রদান এবং সরকারি অফিস ভাংচুরের অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার তিন ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত এবং সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কারকৃত ছাত্রলীগ নেতারা হলেন সরকারী গৌনরদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, গৌরনদী পৌর ছাত্রলীগ সভাপতি মিলন খলিফা এবং গৌরনদী কলেজের সাবেক ভিপি ছাত্রলীগ নেতা সুমন মোল্লা মাহমুদ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, সরকারী কাজে বাঁধা প্রদান ও ভাংচুর করার অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় অভিযুক্ত তিনজনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, গত রবিবার দুপুরে নাবালক (প্রাপ্ত বয়স্ক না হওয়া) জন্মসনদে দলিল সম্পাদন করতে রাজি না হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির সভাপতিসহ ৪ জনকে পিটিয়ে আহত করে ছাত্রলীগের অভিযুক্তরা। এসময় সেখানকার কাগজপত্র তছনছ, কম্পিউটার ও আসবাবপত্র ভাংচুর করা হয়। এ ঘটনায় ওই রাতেই সাব-রেজিস্ট্রার মুবাশ্বেরা সিদ্দিকা বাদী হয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ