বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে আজ বুধবার সমতল আদিবাসী ও দলিত জনগোষ্ঠির অধিকারে সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে। স্থানীয় উন্নয়ন সংস্থা ইএসডিও’র মেধা বিকাশ কেন্দ্রে আয়োজিত সংলাপে প্রধান অতিথি সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
ইএসডি'র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন সিপিডির ফেলো ও এসডিজি প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি আরতি মার্ডি, দলিত সম্প্রদায়ের চান্দু রানী বাশপো।
সংলাপে বক্তারা এসডিজি বাস্তবায়নে পিছিয়ে পড়া আদিবাসী ও দলিত সম্প্রদায়ের জনগোষ্ঠিকে সমাজের মূল স্রোতধারা আনতে আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসী অধিকার আইন, আলাদা ভূমি কমিশন গঠন, সমতল আদিবাসীদের জন্য মন্ত্রণালয় গঠন করার সুপারিশ তুলে ধরেন।
বিডি প্রতিদিন/ফারজানা