কক্সবাজারে পরিচয় গোপন করে পাসপোর্ট করার সময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে আঞ্চলিক পার্সপোর্ট অফিস।
জানা গেছে, বাবা-মেয়ের পরিচয়ে পাসপোর্ট করতে আসেন সদর উপজেলার নাইক্ষংদিয়ার মঞ্জুর আলম। কিন্তু সন্দেহজনক মনে হলে তাদের আঙ্গুলের ছাপ পরীক্ষা করলে রোহিঙ্গাদের করা তালিকার সাথে মিলে যায়। এরপর জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব