নড়াইলের সদর উপজেলার ধোপাখোলা মোড় এলাকায় সাগর দাস (১৮) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল ৮টার দিকে নড়াইল-গোবরা সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাগর সদর উপজেলার উজিরপুর কলাইতলার গোদাই দাসের ছেলে এবং গোবরা মিত্র কলেজের শিক্ষার্থী।
জানা যায়, মঙ্গলবার বিকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সাগর। এরপর আর তার কোনো খোঁজ ছিল। এমনকি পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি। পরে বুধবার সকালে ধোপাখোলা মোড় এলাকায় রাস্তার পাশে সাগর দাসের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব