২০১৪ সালের শেষের দিকে জনগণের চলাচলের জন্য উন্মক্ত করে দেওয়া জামালগঞ্জ-বান্দাইখাড়া নামক স্থানে আত্রাই নদীর উপর নির্মিত বয়তুল্লাহ্ সেতু। বেশ কিছু দিন থেকে সংস্কার কাজ না করায় আত্রাই ও রাণীনগর অংশের সংযোগ সড়কে বৃষ্টির কারণে মারাত্বক ধসের সৃষ্টি হয়েছে।
পানি-কাদা আর গর্তের কারণে বিভিন্ন যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে আত্রাই অংশের সেতুর পাশের সংযোগ সড়কে বড় বড় গর্ত ও মাটি দেবে যাওয়ায় বয়তুল্লাহ্ সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
জানা যায়, নওগাঁর আত্রাই ও রাণীনগর উপজেলাবাসীর যোগাযোগের জন্য সেতু বন্ধনের প্রয়োজনে ২০১২ সালে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর রাণীনগর এর উদ্যোগে জামালগঞ্জ-বান্দাইখাড়া নামক স্থানে আত্রাই নদীর উপর সাবেক ডেপুটি স্পীকার মরহুম বয়তুল্লাহ্ সেতু নির্মাণ করা হয়। প্রায় ৯ কোটি ৬ লক্ষ ২৮ হাজার ৪৮৫ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়।
সেতুটির নির্মাণ কাজ শেষ হলে চলাচলের জন্য আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সেতুর উপর দিয়ে হালকা যানবাহনে চড়ে পায়ে হেঁটে লোকজন চলাচল শুরু করে। পরবর্তীতে এই জনপদের বসবাসকারী প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা ও জীবন-যাত্রার মান উন্নয়নের লক্ষে এই সেতুটি উম্মুক্ত করে দেওয়া হয়। উন্মোক্তের কিছুদিন পর থেকেই আত্রাই অংশের প্রায় ৩শ’ ফিট সংযোগ সড়ক খানাখন্দের কারণে পানি-কাদায় একাকার হয়ে পড়ে। এমকি সেতুর সংযোগ সড়কের পশ্চিম অংশের ধস রক্ষা ঠেকাতে সরকারি পর্যায়ে কোনো সহযোগীতা না পেলেও স্থাণীয়রা বাঁশের পাইলিং করে। এতে সাময়িক রক্ষা হলেও যে কোণ সময় ভারি যানবাহন ব্রিজে উঠতে গেলেই ধসে পড়ার আশংকা রয়েছে। আতংক নিয়েই এই সেতুর উপর দিয়ে চলাচল করছে যানবাহন। গত দুই মাস আগে সংযোগ সড়কে আত্রাই অংশে একটি সিএনজি গর্তে উল্টে গিয়ে এক যাত্রী নিহত হয়। সেতুতে চলাচলে উপযোগী করতে স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার বিশেষ ব্যক্তিবর্গ মিলে ইটের রাবিশ ফেলে কোনো মতো চলাচলের উপযোগী করেছে।
এলাকাবাসীর জানান, বয়তুল্লাহ সেতুর দুই পাশের সংযোগ সড়কের যে অবস্থা, অচিরেই এর সংস্কার করা না হলে যে কোন সময়ে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। সংশ্লিষ্টদের যথাযথ নজরদারির অভাবে যে কোন সময় সড়কের মাটি ধসে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে বলে স্থানীয়রা আশংকা করছেন।
রাণীনগর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ইতোমধ্যেই রাণীনগর অংশের কাজ শুরু হয়েছে এবং আত্রাই অংশের কাজও এইচবিবি করে কার্পেটিং করে পাকা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল