শ্লীলতাহানির বিচার না পেয়ে কুষ্টিয়ায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীর নাম ফাহিমা খাতুন। তিনি বাড়াদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি আত্মহত্যা করেন। মঙ্গলবার বাদ এশা ফাহিমার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এ ঘটনায় পলাতক রয়েছে অভিযুক্ত সুজ্জল। সুজ্জল একই এলাকার বদর শাহের ছেলে।
পরিবারের অভিযোগ, শ্লীলতাহানির বিষয়টি জানানোর পর অভিযুক্ত সুজ্জলের বাড়িতে বিচার চাইতে যান পরিবারের সদস্যরা। এসময় ফাহিমাকে আবারও লাঞ্ছনার শিকার হতে হয়।
বিচারের নামে প্রকাশ্যে এমন অপমান সইতে না পেরে পরে বিকালে বাড়ি ফিরে নিজের ঘরের শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফাহিমা। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা