নেত্রকোনায় শুরু হয়েছে ১৩ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৯। নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মেলা শুরু হয়েছে।
গত সোমবার বিকালে জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান শেফালী। মেলা চলবে আগামী সাত সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় সরকারি বেসরকারি ও ব্যাক্তি মালিকানায় বিভিন্ন ফলদ, বনজ, ভেষজ সহ নানা ফুল ফলের মোট ২৮টি প্রদর্শনী স্টল বসেছে।
সহকারী বন সংরক্ষক এ এফ জি মোস্তফা জানান, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই মেলার মূল লক্ষ্য। গাছ লাগাতে উদ্ভুদ্ধ করার জন্য মেলা চলবে ১৩ দিন।
বিডি-প্রতিদিন/মাহবুব