টাঙ্গাইলে “জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর পুন:পাঠদান” কর্মসূচির আওতায় “বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর দর্শন” শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে শেখ মুজিবুর রহমানের অসামাপ্ত আত্মজীবনীর বই তুলে দেন।
টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞার সভাপতিত্বে অনষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এম.এ. রকিব শামীম, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন তালুকদার, জেলা আওয়ামী যুবলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুর রোউফ রিপন প্রমুখ। আনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তাতী লীগ সদস্য খ. হাফিজুল ইসলাম হাফিজ।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল