নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রী কলেজের স্নাতক ৩য় বর্ষের ছাত্রী ইয়াসমিন(২৪) কে ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব্বন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১ টায় বনুয়াপাড়া কলেজের সামনের সড়কে মানববন্ধনে অংশ নেয় কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে কলেজের কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আবু আব্বাস ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রভাষক নুরে আলম, রফিকুল ইসলাম, নাজমুল কবীর, শুভ্রত কুমার, স্বাবলম্বীর আব্দুর রাজ্জাজসহ শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন