পটুয়াখালীর গলাচিপায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ৬ দিনব্যাপি ৬ষ্ঠ বাৎসরিক মহোৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘ, গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রী কালিবাড়ি আঙ্গিনা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে কেন্দ্রীয় কালিবাড়ি আঙ্গিনায় সংঘ পতাকা উত্তোলন, শ্রীশ্রীগুরুদেবের পাদুকা ও বিগ্রহ আনায়ন, স্থাপন ও মাল্যদান অনুষ্ঠান পালন করা হয়।
র্যালি শেষে উৎসব প্রাঙ্গণে শ্রীশ্রী গুরু পূজা এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় প্রার্থনা, ধর্মসভা, শ্রীশ্রীগুরুদেবের বাণী থেকে পাঠ, আলোচনা, ভক্তিমূলক সংগীত এবং রাতে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস এর আয়োজন করা হয়।
উদ্বোধনী র্যালিতে অংশ নেয় গলাচিপা শাখার শ্রীগুরু সংঘের সভাপতি বিজয় কর্মকার, কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত, নির্মল কর্মকার, অসীম কর্মকার, বিনয় কর্মকারসহ অনেক ভক্তবৃন্দ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ