হবিগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের মিলনায়তনে এ সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ।
হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে জনপ্রতিনিধি, এনজিও কর্মী, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারীর জীবনের সহিংসতা একটি হুমকি হিসেবে কাজ করে। যার ফলে গ্রাম ও শহর উভয় অঞ্চলে ধনী-দরিদ্র, ধর্ম-বর্ণ নির্বেশেষে বিপুল সংখ্যক নারী নিরাপত্তাহীনতায় রয়েছে। তাই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলার নারী ও বালিকা নিরাপত্তা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল