মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী হরিভক্তি পূজা মন্দিরে ৪০ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রম্ম মহানাম সংর্কীতন শুরু হয়েছে।
বুধবার সকালে মহানাম সংর্কীতন শুরু হয়। আগামী ২ সেপ্টেম্বর এ মহানাম সংর্কীতন শেষ হবে। কীর্তনে ৭টি দল অংশ নিচ্ছে।
সিরাজগঞ্জ ভূবন মঙ্গল সম্প্রদায়, মাদারীপুরের দেবী দূর্গা সম্প্রদায়, ফরিদপুরের জয় গৌর সম্প্রদায়, নড়াইলের রাধা প্রিয়া সম্প্রদায়, বরিশালের তারকরাথ সম্প্রদায়, রাজবাড়ির ভুবনেশ্বরী সম্প্রদায় এবং নওগার কুমারী বন্দনা সোহস্ত দল অংশগ্রহণ করছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ