নেত্রকোনা সদর উপজেলায় মেদনী ইউনিয়নের দিগজান গ্রামে মোটরসাইকেল চাপায় মো. আব্দুল্লাহ (৫৩) নামের মসজিদের ইমাম নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ফুরকান (২১)। বুধবার বেলা ১২টার দিকে দিগজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ জেলার বারহাট্টা উপজেলার বাউসি ইউপির দেওপুর গ্রামের মৃত মসরফ খানের ছেলে। আহত চালক ফুরকান জেলার কলমাকান্দা উপজেলায় পাগলা এলাকার বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে মেদনী ইউনিয়নের দীগজান বাটলি ভিটা জামে মসজিদের ঈমাম মো. আব্দুল্লাহ ওষুধ কিনতে দোকানে যাচ্ছিলেন। এ সময় কলমাকান্দা থেকে নেত্রকোনা যাওয়ার পথে একটি মোটরসাইকেল ঈমামকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় চালক ফুরকান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় সদর থানার এসআই দুলাল বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। নিহতের স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব