পূর্ব শত্রুতার জের ধরে দিনাজপুরের চিরিরবন্দরে বন্ধুর ছুরিকাঘাতে ঝাক্কি ইমরান নামে এক যুবক খুন হয়েছে। আজ বুধবার দুপুর ২টায় চিরিরবন্দর উপজেলার ঈসবপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘটনায় জড়িত মো. সুমন (১৯) ও আকবর আলী (২০) নামে দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত ঝাক্কি ইমরান (২৬) নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার হাওলাদারপাড়ার ফল ব্যবসায়ী মো. টেনির ছেলে। সে ঢাকায় সেলুনে কাজ করত। কয়েকদিন আগে সে বাড়িতে এসেছে বলে ইমরানের শ্বশুর মো. আজাদ জানায়। আটক মো. সুমন (১৯) চিরিরবন্দর উপজেলার নয়াবাজারের কালু বাবুর্চির ছেলে এবং আকবর আলী (২০) হাতিখানা গ্রামের সৈয়দ আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফুল ইসলাম জানান, নিহত ঝাক্কি ইমরানের শরীরের বিভিন্ন জায়গায় চাকুর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক