লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলার নিজ এলাকা চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে রুপাচরা ছফি উল্যা হাইস্কুল মাঠে তার ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, লক্ষ্মীপুরের এন আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন এ মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ বারের নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।
তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল (এমপি), পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নসহ এলাকাবাসী।
বিডি-প্রতিদিন/শফিক