লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. খোকন (৪২) নামের একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের কমলনগর সওদাগর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. খোকন উপজেলার চর লরেন্স ইউনিয়নের বাসিন্দা মো. তছলিমুর রহমানের ছেলে। গত ২৯ আগস্ট তিনি ওমান থেকে দেশে ফিরেছেন বলে জানান স্বজনরা।
কমলনগর থানার ওসি জানান, লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া দ্রুতগতির একটি যাত্রীবাহী লেগুনা বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক