ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগ নেতা মো. তারিক শাহিন মৃধাকে (৪০) উপজেলা নির্বাচনী সংঘাতে দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মেডিকেল মোড়ে তার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহীন মৃধা উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুল হক মৃধার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
পুলিশ জানায়, গত ২২ মার্চ উপজেলার কানুনিয়া গ্রামে উপজেলা নির্বাচনী সংঘাতের ঘটনায় স্থানীয় মো. নুরুল ইসলামের ছেলে মো. জামাল হোসেনসহ পাঁচ জন গুরুতর রক্তাক্ত জখম হয়। ওই ঘটনায় ১৬ এপ্রিল মো. জামাল হোসেন বাদী হয়ে শাহীন মৃধাকে ১ নম্বর আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মোট ২৩ জনের বিরুদ্ধে ঝালকাঠি আদালতে মামলা দায়ের করেন (মামলা নম্বর ৮৮)। ওই মামলায় শাহীন মৃধাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলে পুলিশ জানায়। শাহীন মৃধাকে বৃহস্পতিবার ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন