নাটোরের লালপুরে পদ্মা নদীর চর থেকে ১ মণ গাঁজার গাছসহ ২ চাষীকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাব ক্যাম্পের একটি দল ভোরে লালপুর উপজেলার বিলমারিয়া চরে অভিযান চালায়।
এ সময় পেয়ারা বাগানের ভেতর গোপনে চাষ করা এক মণ গাঁজার গাছ জব্দ করে। আটক করা হয় গাঁজা চাষী শের মোহম্মদ ও আব্দুল কাদের খামারুকে।
র্যাব জানায়, লালপুরের পদ্মা নদীর চরে দীর্ঘদিন ধরেই গোপনে গাঁজার চাষ করে আসছিল চক্রটি।
বিডি প্রতিদিন/এ মজুমদার