ভালুকায় আদালত থেকে জামিনে বেরিয়ে বাদীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় সাধারণ ডাইরি করেছেন মিতু আক্তার নামের এক গৃহবধূ।
জানা যায়, উপজেলার রাজৈ ইউনিয়নের পারুলদিয়া গ্রামের প্রবাসী সজিব হাসানের স্ত্রী মিতু আক্তার প্রতিবেশী হাসান মিয়া, জমির উদ্দিন, আমির হোসেন, ফাতেমা খাতুন ও মমেনা বেগমের সাথে দীর্ঘদিন যাবত পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে মিতু আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে। ওই মামলায় আদালত থেকে জামিনে এসে আসামিরা বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দেয় এবং তারা সংঘবদ্ধ ভাবে গত ২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে বাদী মিতু আক্তারের বাড়িতে হামলা চালায়। এসময় বসতঘরে থাকা আসবাপত্র ভাঙচুর ও লুটপাট করে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধন করে।
প্রবাসীর স্ত্রী গৃহবধূ মিতু আক্তার জানান, ‘আমারা তাদের অত্যাচারে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছি। তারা আমাদের মেরে ফেলার হুকমি দিচ্ছে। আমারা প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগছি’।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন জানান, ‘সাধারণ ডাইরি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে’।
বিডি প্রতিদিন/এ মজুমদার