ঠাকুরগাঁওয়ে পারিবারিক নির্যাতনের শিকার এক গৃহবধূ ২ সন্তানকে বিষ খাইয়ে নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। নিজে বেঁচে গেলেও ২ সন্তানের মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর বারঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মেয়ে শাম্মী আক্তার (৬) ও শিশু সন্তান নুরুজ্জামানের (১৮ মাস) মারা গেছে। বর্তমানে মা নুরবানু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নুরবানুর স্বামী সেলিম উদ্দীন জানান, সকালে প্রতিদিনের ন্যায় কাজের সন্ধানে বাসা থেকে বের হয়ে যাই। আমার স্ত্রী দুই সন্তানের মুখে বিষ দিয়ে নিজেও বিষ খেয়েছে এমন খবর স্থানীয়রা জানালে আমি তিনজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসি।
ঠাকুরগাঁও সদর থানার এসআই ফিরোজা জানান, শ্বাশুড়ির সাথে ঝগড়ার কারণেই দুই সন্তানের মুখে বিষ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন নুরবানু এমনটা প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন