নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় বুধবার দিনগত গভীর রাত ৩ টার দিকে ডাকাতের কবলে পড়েছিল ৭টি বালুবাহী বাল্কহেডের শ্রমিকরা। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে রাশেদ নামের এক সুকানী শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। নিখোঁজ রাশেদ পাটোয়ারী এমভি আল ওলী নামের বাল্কহেডের সুকানী ছিল।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা রেঞ্জের নৌ পুলিশের এসপি খন্দকার ফরিদুল ইসলাম,পদোন্নতি প্রাপ্ত এসপি হুমায়ুন কবির, নৌ-পুলিশের সার্কেল এএসপি আনিসুর রহমান, নৌ-পুলিশের নারায়ণগঞ্জ সদর থানার ওসি আব্দুল হাকিম, কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই ফরিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এছাড়াও উদ্ধার কাজের সহযোগতায় আছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সবুজ সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
দুপুর ১২ টায় ঢাকা থেকে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের ষ্টেশন অফিসার হাবিব উল্লাহর নেতৃত্বে পাঁচজনের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। বিকেল ৪টা পর্যন্ত ডুবুরী দল তল্লাশি চালিয়েও নিখোঁজের কোন সন্ধান পায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।
নারায়ণগঞ্জ নৌ পুলিশ থানার ওসি হাকিম জানান, যে স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে সেটা কাঁচপুর নৌ পুলিশের অধীনে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন