‘'বহু ভাষায় স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা' স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। সভায় দেশে স্বাক্ষরতার হার বৃদ্ধিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ