ময়মনসিংহের ফুলপুরে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটকের দাবি করেছে পুলিশ। তারা হলো মিজানুর রহমান টুটুল (১৮), রাকিবুল ইসলাম (২০) ও এরশাদুল ইসলাম (১৮)।
গোপন সংবাদের ভিত্তিতে ওসি ইমারত হোসেন গাজীর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার রূপসী বাজার থেকে সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
এসআই আসাদুজ্জামান জানান, এরা ছাত্রের নামে ভাসমান সন্ত্রাসী। পথেঘাটে মানুষকে অস্ত্র ঠেকিয়ে টাকা পয়সা ও মোবাইলসহ যা পায় নিয়ে যায়। সোমবার রাতে আসাদুজ্জামান নামে এক ছাত্রকে রূপসী বাজারে তারা আক্রমণ করে। টাইমিং চেইন ও ছুরি দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আসাদুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে নগরবেড়া গ্রামের তোলা মিয়ার ছেলে ও রূপসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
এ ঘটনায় ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব