জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শফিকুল ইসলাম(৩০)। সে বগারচর ইউনিয়নের রামরামপুর গ্রামের আয়েল উদ্দিনের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকালে বকশীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন শফিকুল ইসলাম। গোপালপুর গ্রামে রাস্তার উপর একটি ট্রাক তার মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী ট্রাকের ধাক্কায় যুবক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার