রংপুরের মিঠাপুকুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে আদিবাসী পল্লীতে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ভাংগী ইউনিয়নের চাঁনপুর গ্রামের আদিবাসী পল্লী থেকে পুলিশ ওই দুই শিশুর লাশ উদ্ধার করে। এর আগে বিকেলে ওই দুই শিশু নিখোঁজ হয়।
নিহত শিশুরা হলো- উপজেলার ভাংনী ইউনিয়নের চাঁনপুর গ্রামের সুকরা মণ্ডলের কন্যা সুচিতা (৩) ও একই গ্রামের অতুলের ছেলে নিবর (৩)। তারা আপন চাচাতো ভাইবোন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলের দিকে বাড়ির পার্শ্বে পুকুরের পাড়ে খেলতে যায় সুচিতা ও নিবর। খেলতে খেলতে এক সময় পুকুরে পড়ে গিয়ে ডুবে যায় ওই দুই শিশু। অনেক খোঁজাখুজির পর বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়। ওই দুই শিশুর অকাল মৃত্যুতে গোটা আদিবাসী পল্লীতে শোকের ছায়া নেমে এসেছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে দুই পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম