বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সড়কের বাবুরবাড়ী এলাকায় দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। বিকাল পোনে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের মধ্যে তাৎক্ষণিক ভাবে ইটবাহী ট্রাকের নিহত চালকের পরিচয় পাওয়া গেছে। নিহত ট্রাকচালক মো. ইয়াসিন হোসেন আনসারী (২২) সাতক্ষীরা জেলার নগরঘাটা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।
কাটাখালী হাইওয়ে পুলিশ ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ৩ জনের লাশ বাগেরহাট মর্গে ও অপর গুরুতর আহত ট্রাক চালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার