ময়মনসিংহের ফুলপুরে স্মার্ট কার্ড আনতে গিয়ে ইব্রাহিম (২৬) ও রবিন (২২) নামে দুই জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নে গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। আহত ইব্রাহিম বলেন, কার্ড নেওয়ার সময় ভিড় জমে ওঠে। এ সময় এক মহিলাকে কে বা কারা পিছন থেকে ধাক্কা দেয়। আমি এর প্রতিবাদ করলে অপারেটররা আমাকে টেনে ভিতরে নিয়ে মারধর করে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, কার্ড আনতে গিয়ে তাড়াহুড়া করে এবং কেউ কেউ দরজা ভেঙে ভিতরে ঢুকে। এতে আমাদের অপারেটররাও আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল