নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের(৩৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান জানান, সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের সিংহারদহ গ্রামের ভ্যান চালক আব্দুল কাদের সকালে পাশের বাড়িতে তার ব্যাটারি চালিত রিকশা ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে ওই এলাকার মেছের প্রামানিকের ছেলে।
বিডি প্রতিদিন/হিমেল